kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

চ্যাম্পিয়নস লিগ জিতবে পিএসজি!

১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেজন্মদিনের পার্টিটা ক্রাচে ভর দিয়েই নেচেছিলেন নেইমার, এরপর কেঁদেই ফেলেন একটা সময়। স্ট্রসবার্গের বিপক্ষে ম্যাচে পায়ে চোট পেয়েছেন সেই পুরনো জায়গায়। ফলে এপ্রিল পর্যন্ত তাঁর মাঠে নামা অনিশ্চিত। টিভির পর্দাতেই দেখেছেন শেষ ষোলোর ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে পিএসজির জয়। খেলোয়াড়দের সঙ্গে ভক্তদের যোগাযোগের মাধ্যম ‘ওট্রো’তে প্রকাশিত ভিডিও বার্তায় নেইমার জানিয়েছেন জয়ের পর তাঁর উচ্ছ্বাস। সেখানেই জানিয়েছেন পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের আশা।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজি তো সব প্রতিপক্ষকে ছাড়িয়ে যোজন যোজন ব্যবধানে এগিয়ে। কিন্তু চ্যাম্পিয়নস লিগেই যেন কী হয় প্যারিসবাসীর। বার্সেলোনার সঙ্গে নিজের মাঠে ৪-০ গোলে জিতেও তারা পারেনি পরের পর্বে যেতে, গত মৌসুমেও সেই একই স্টেশনে তাদের থামিয়ে দিয়েছিল রিয়াল মাদ্রিদ। চোটের কারণে খেলতে পারেননি নেইমার। এবারও যখন শেষ ষোলোয় প্রতিপক্ষ ম্যানইউ, যারা হোসে মরিনহোর বিদায়ের পর ওলে গানার শোলসকায়েরের অধীনে ছুটছিল অশ্বমেধের ঘোড়ার মতো, তাদেরই ২-০তে হারিয়ে প্রথম লেগটা জিতেছে পিএসজি। দুর্দান্ত খেলেছেন আনহেল দি মারিয়া, কিলিয়ান এমবাপ্পেরা। এতে করেই আশাবাদী হয়ে উঠেছেন নেইমার, ‘পিএসজি মানে শুধু আমি নয়। পিএসজি এবার চ্যাম্পিয়নস লিগ জিতবে। এই দলে আছে দারুণ সব খেলোয়াড় আর জিনিয়াস এক কোচ। আর যখন আমরা প্যারিসে খেলি, তখন আমাদের সমর্থকরা কাজ করে দ্বাদশ ব্যক্তির মতো। কোনো সন্দেহ নেই এইবার আমরাই চ্যাম্পিয়ন হব আর আমি খেলব।’ এএস

মন্তব্যসাতদিনের সেরা