kalerkantho

সোমবার। ৪ মাঘ ১৪২৭। ১৮ জানুয়ারি ২০২১। ৪ জমাদিউস সানি ১৪৪২

উডের আগুনে পুড়ল উইন্ডিজ

১২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএই সিরিজেই খেলার কথা ছিল না মার্ক উডের। ওলি স্টোন চোট পাওয়ায় সাত মাস পর জাতীয় দলে ফেরেন তিনি। সেন্ট লুসিয়ায় সিরিজের শেষ টেস্টে পাওয়া সুযোগটা কাজে লাগালেন দুহাত ভরে। আগুনে পেসে টেস্ট ক্যারিয়ারে প্রথমবার নিলেন ৫ উইকেট। তাতে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ অল আউট ১৫৪ রানে। এর আগে ইংল্যান্ড গুটিয়ে গিয়েছিল ২৭৭ রানে। ১২৩ রানে এগিয়ে থেকে ইংল্যান্ড দ্বিতীয় দিন শেষ করেছে বিনা উইকেটে ১৯ রান তুলে। সব মিলিয়ে তারা এগিয়ে ১৪২ রানে। তিন ম্যাচের সিরিজ ক্যারিবীয়রা আগেই নিশ্চিত করেছে ২-০ ব্যবধানে। তবে সেন্ট লুসিয়ায় ঘুরে দাঁড়িয়ে হোয়াইটওয়াশ এড়ানোর স্বপ্ন দেখতেই পারে ইংল্যান্ড।

৪ উইকেটে ২৩১ রানে প্রথম দিন শেষ করেছিল ইংল্যান্ড। ভালো ভিত পেয়েও বড় স্কোর গড়া হয়নি মাঝের এবং শেষের ব্যাটসম্যানদের ব্যর্থতায়। কেমার রোচের তোপে ৪৬ রানে সফরকারীরা হারিয়ে বসে শেষ ৬ উইকেট। ৪৮ রানে রোচের শিকার ৪ উইকেট। প্রথম দিন ৬২ রানে অপরাজিত থাকা বেন স্টোকসের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭৯ রান। এ ছাড়া জস বাটলার ৬৭ ও জন ডেনলি করেন ২০। জবাবে ক্যারিবীয় দুই ওপেনার জন ক্যাম্পবেল ও অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট গড়েন ৫৭ রানের জুটি। ১৯তম ওভারে টানা দুই বলে দুই ওপেনারকে ফিরিয়ে দেন স্পিনার মঈন আলী। ক্যাম্পবেল ৪১ ও ব্রাথওয়েট করেন ১২। ক্রিকইনফো

মন্তব্যসাতদিনের সেরা