kalerkantho

শুক্রবার । ২৩ শ্রাবণ ১৪২৭। ৭ আগস্ট  ২০২০। ১৬ জিলহজ ১৪৪১

কোহলির নতুন চ্যালেঞ্জ

২৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকোহলির নতুন চ্যালেঞ্জ

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার। টেস্ট আর ওয়ানডেরও সেরা ভারতীয় অধিনায়ক। প্রথম খেলোয়াড় হিসেবেই গতকাল এমন স্বীকৃতি পেলেন বিরাট কোহলি। স্বপ্নময় মৌসুমে তাঁর হাত ধরে অস্ট্রেলিয়ায় টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। তাতে মিটেছে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় কোনো দলের টেস্ট বা ওয়ানডে সিরিজ জিততে না পারার ব্যর্থতা। আজ থেকে কোহলির দলের নতুন চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের মাটিতে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। নিউজিল্যান্ডে খেলা ৩৫ ওয়ানডেতে ভারতের জয় মাত্র ১০টি। সিরিজ জয়ও মাত্র একটি। ২০০৯ সালে মহেন্দ্র সিং ধোনির দল জিতেছিল ৩-১ ব্যবধানে। বিশ্বকাপের আগে বলেই এবার ভালো করতে মরিয়া কোহলি, ‘নিউজিল্যান্ড র‌্যাংকিংয়ের ৩ নম্বর ওয়ানডে দল। গত কয়েক বছর ধারাবাহিক ভালো খেলার জন্যই এই জায়গায় নিউজিল্যান্ড। দলটাও খুব ভারসাম্যপূর্ণ। তবে অস্ট্রেলিয়ায় সিরিজ জেতার পর আমরা আত্মবিশ্বাসী।’

প্রথম ম্যাচের ভেন্যু নেপিয়ারে রান উৎসব হয় সব সময়। এখানে গত সপ্তাহে ঘরোয়া একটি টি-টোয়েন্টি ম্যাচে ৬০ বলে ১১০ করেছিলেন নিউজিল্যান্ডের টম ল্যাথাম। কিউই কোচ ডেভিড স্টিড তাই নিশ্চিত রান উৎসব হবে প্রথম ম্যাচে, ‘আমি নিশ্চিত বড় স্কোর হবে এখানে। না হলে বিস্মিতই হব। উইকেট খুব শক্ত, বাউন্স থাকায় বল ব্যাটে আসবে। আউটফিল্ডও বিদ্যুত্গতির।’

সব শেষ চার বছর আগে নেপিয়ারে খেলা ওয়ানডেতে ১১১ বলে ১২৩ করেছিলেন বিরাট কোহলি। এর পরও জেতাতে পারেননি ভারতকে। আজ পারবেন তো? এএফপি

মন্তব্যসাতদিনের সেরা