kalerkantho

সোমবার । ২৬ শ্রাবণ ১৪২৭। ১০ আগস্ট ২০২০ । ১৯ জিলহজ ১৪৪১

সেই নাসরি ঝলকে হারল আর্সেনাল

১৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএবারও চ্যাম্পিয়নস লিগ খেলা হবে তো আর্সেনালের? এ জন্য থাকতে হবে প্রিমিয়ার লিগের সেরা চারে। কিন্তু গতকাল ওয়েস্ট হামের মাঠে ১-০ গোলে হেরেছে উনাই এমেরির দল। ম্যাচের একমাত্র গোলটি ৪৮ মিনিটে ডেকলান রাইসের। আর গোলটি তৈরি করে দিয়েছিলেন সামির নাসরি। একটা সময় আর্সেনালের প্রাণ ছিলেন এই ফরাসি। কিন্তু আর্সেনাল ছেড়ে নাসরি এখন ওয়েস্ট হামে। আর প্রথম ম্যাচেই সাবেক দলের বিপক্ষে করলেন অ্যাসিস্ট! তাঁর আরো একটি প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয় অল্পের জন্য। এই হারে আর্সেনাল ২২ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে। আজ ম্যানচেস্টার ইউনাইটেড তিন গোলের ব্যবধানে টটেনহামকে হারালে আর্সেনালকে পেছনে ফেলে উঠে আসবে পাঁচে। আর গতকালের জয়ে ৩১ পয়েন্ট নিয়ে ওয়েস্ট হাম উঠে এসেছে আট নম্বরে। ইএসপিএন

মন্তব্যসাতদিনের সেরা