kalerkantho

শুক্রবার । ২৩ শ্রাবণ ১৪২৭। ৭ আগস্ট  ২০২০। ১৬ জিলহজ ১৪৪১

বিপিএল শেষ স্মিথের

১৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : আশায় ছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস, যদি দেশে ফিরে করানো এমআরআই কোনো সুখবর দেয় স্টিভেন স্মিথকে। কিন্তু ফল মিলেছে উল্টো, কনুইয়ের চোট সারাতে অস্ত্রোপচার করাতে হবে তাঁকে। অগত্যা এবারের বিপিএল পরিকল্পনা থেকে স্মিথকে বাদই দিতে হচ্ছে ভিক্টোরিয়ানসকে।

মঙ্গলবারই সার্জনের ছুরি-কাঁচির নিচে শুতে যাচ্ছেন স্মিথ। সব কিছু ঠিকঠাক চললে, সার্জারির পর ছয় সপ্তাহ হাতে ব্যান্ডেজ থাকবে স্মিথের। এরপর পুনর্বাসন প্রক্রিয়া। তাই বিপিএল তো বটেই, পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং আইপিএলে স্মিথের অংশগ্রহণও ঝুলে গেল অনিশ্চয়তার সুতায়। ২৩ এপ্রিল বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ত্রোপচার করিয়ে সেরে উঠে বিশ্বকাপের দল ঘোষণার আগে নিজেকে উপযুক্ত প্রমাণ করাটাই এখন স্মিথের জন্য বড় চ্যালেঞ্জ। ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্র জানিয়েছেন, ‘মঙ্গলবার স্মিথের ডান কনুইতে অস্ত্রোপচার করা হবে। ধারণা করা হচ্ছে ছয় সপ্তাহ তাঁর হাতে ব্যান্ডেজ জড়ানো থাকবে, এরপর শুরু হবে পুনর্বাসন প্রক্রিয়া। হাত থেকে ব্যান্ডেজ খোলার পরই তার দলে ফেরার ব্যাপারে দিনক্ষণ ঠিক করার ব্যাপারটা শুরু হবে।’

মন্তব্যসাতদিনের সেরা