kalerkantho

সোমবার । ১৭ ফেব্রুয়ারি ২০২০। ৪ ফাল্গুন ১৪২৬। ২২ জমাদিউস সানি ১৪৪১

বিদায় বললেন মারে

১২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিদায় বললেন মারে

চোটের কাছে হেরে গেলেন অ্যান্ডি মারে। ব্রিটিশ এই টেনিস তারকা এ মৌসুম শেষেই তুলে রাখছেন র‌্যাকেট। কারণ হিসেবে বলছেন, ক্রমশ চোটের সঙ্গে লড়াইতে হেরে যাওয়ার কথা। সংবাদ সম্মেলনে কান্নাভেজা চোখে উইম্বলডন ও অলিম্পিক সোনাজয়ী এই টেনিস তারকা বললেন, ‘আমি সীমাবদ্ধতা নিয়ে খেলা চালিয়ে যেতে পারি, তবে সীমাবদ্ধতা ও ব্যথা নিয়ে আমি খেলা এবং অনুশীলন উপভোগ করতে পারছি না।’ মারে চাইছেন এই বছরের উইম্বলডন খেলে অবসর নিতে, তবে তত দিনে শরীরটা সায় দেয় কি না সেটাই প্রশ্ন।

মন্তব্যসাতদিনের সেরা