kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

বিশ্বকাপে চোখ রেখে শুরু

১২ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিশ্বকাপে চোখ রেখে শুরু

টেস্ট সিরিজে মাথা তুলে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। এশিয়ার প্রথম দল হিসেবে তাদের মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। এবার ওয়ানডের পালা। অস্ট্রেলিয়া কি পারবে ব্যর্থতা পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে? বিশ্বকাপের প্রস্তুতিতে তিন ম্যাচের এই সিরিজে দল নিয়ে কয়েকটা জায়গায় পরীক্ষা-নিরীক্ষা করছে তারা। তাই আজ ক্যারিয়ারে প্রথমবার ইনিংসের উদ্বোধন করবেন অ্যালেক্স ক্যারি। ২০১০ সালের পর ওয়ানডেতে ফেরানো হয়েছে পিটার সিডলকে।

না চাইলেও বিরাট কোহলির দল একাদশ ঢেলে সাজাতে বাধ্য হচ্ছে। কারণ একটি টিভি শোতে নারী নিয়ে অবমাননামূলক মন্তব্যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছেন হার্দিক পাণ্ডে ও লোকেশ রাহুল। ক্ষমা চেয়েও পার পাননি দুজন। তাই বিব্রত বিরাট কোহলিরা। শাস্তিটা অবশ্য মেনে নিয়েছেন কোহলি, ‘ওরা দুজন টিভিতে যে মন্তব্য করেছে ভারতীয় দল এর সঙ্গে একমত নয়। নিজেদের ব্যক্তিগত কথাই বলেছে দুজন। আশা করছি আমাদের প্রস্তুতিতে এই ঘটনা প্রভাব ফেলবে না।’

সিডনির উইকেটে ঘাস থাকায় কোহলি খেলতে চান তিন পেসার নিয়ে। বিশ্বকাপের আগে মহেন্দ্র সিং ধোনির জন্য চ্যালেঞ্জ এই সফর। গত বছর কোনো ফিফটি ছাড়া ২০ ওয়ানডেতে করেছিলেন ২৭৫। ঋষভ পান্ট টেস্ট সিরিজে যেমন আলো ছড়িয়েছেন তাতে এবার ব্যর্থ হলে বিশ্বকাপে জায়গা পাওয়া নিয়ে লড়াই করতে হবে ধোনিকে। এএফপি

মন্তব্যসাতদিনের সেরা