kalerkantho

বুধবার । ২১ আগস্ট ২০১৯। ৬ ভাদ্র ১৪২৬। ১৯ জিলহজ ১৪৪০

কোহলিই সেরা ব্র্যান্ড

পাওয়ার কাপল

১১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকোহলিই সেরা ব্র্যান্ড

ভারতীয় বাজারে বিজ্ঞাপনের মুখ হিসেবে প্রতিষ্ঠানগুলোর প্রথম পছন্দ কোনো সিনেতারকা না হয় ক্রিকেটার। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি প্রতিনিধিত্ব করেন তারুণ্যের। রানের ভাষায় কথা বলে তাঁর ব্যাট। স্ত্রী বলিউডের শীর্ষ অভিনেত্রী আনুশকা শর্মা। সব মিলিয়ে বিজ্ঞাপনদাতাদের কাছে সবচেয়ে বেশি চাহিদা বিরাট কোহলিরই। তাইতো বিজ্ঞাপনের বাজারে তাঁর দরটাও সবচেয়ে চড়া। ভারতীয় একটি বাণিজ্য গবেষণা প্রতিষ্ঠান বের করেছে, গত বছরে কোহলির ব্র্যান্ডমূল্য বেড়েছে ১৮ শতাংশ। অন্যদিকে ব্র্যান্ডমূল্য বেড়েছে রণবীর সিং-অক্ষয় কুমারদের, যেখানে দর কমেছে শাহরুখ খানের।

ডাফ অ্যান্ড ফেলপসের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অফিসের চালানো একটি গবেষণায় জানা গেছে, নভেম্বর ২০১৮ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বিরাট কোহলির ব্র্যান্ডভ্যালু ১৭০.৮ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের চাইতে ১৮ শতাংশ বেশি। কোহলি ২৪টি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর, যার ভেতর আছে মুঠোফোন, ই-কমার্স, ভোগ্যপণ্য। কোহলির পরেই আছেন দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার ও রণবীর সিং। দুই থেকে পাঁচে নেমে এসেছেন শাহরুখ খান। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক অভিরাল জৈন জানান, ‘বলিউড বিজ্ঞাপনের বাজারে দাপট দেখালেও খেলার জগতের মানুষদের দামটা কম নয়। মোট বিজ্ঞাপনের বাজারের ২৭ ভাগই কোহলি-ধোনি-টেন্ডুলকার-পিভি সিন্ধুদের দখলে।’ কোহলির সঙ্গে আনুশকা মিলে যাওয়ায় তাঁদের বলা হচ্ছে ‘পাওয়ার কাপল’! তাঁরা দুজনে মিলে ৪০টিরও বেশি পণ্যের দূতিয়ালি করছেন। কোমল পানীয় পেপসি, সানগ্লাস নির্মাতা পোলারয়েড, তারুণ্যের ব্র্যান্ড ফাস্টট্র্যাকসহ অনেক পণ্যের মডেল হিসেবে তাঁরা একসঙ্গে আসেন পর্দায়। টিওআই

 

মন্তব্য