kalerkantho

বৃহস্পতিবার । ৬ ফাল্গুন ১৪২৬ । ২০ ফেব্রুয়ারি ২০২০। ২৫ জমাদিউস সানি ১৪৪১

এবার জুনিয়র ব্যাডমিন্টন

১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : ইয়োনেক্স সানরাইজ আন্তর্জাতিক ব্যাডমিন্টনে সিনিয়রদের পর এবার জুনিয়রদের পালা। পল্টন উডেন ফ্লোর জিমনেসিয়ামে জুনিয়রদের আন্তর্জাতিক এই আসর শুরু হচ্ছে আজই। বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রের ৩৩ জন খেলোয়াড় অংশ নিচ্ছে তাতে। ৫টি ইভেন্টে হবে এ প্রতিযোগিতা। বাংলাদেশের আব্দুল হামিদ ও সিগবাত উল্লাহ শীর্ষ বাছাই ছেলেদের ইভেন্টে মেয়েদের গ্রুপে শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের রুহি রাজু ও তেরেসা জলি।

মন্তব্যসাতদিনের সেরা