kalerkantho

বুধবার । ২১ আগস্ট ২০১৯। ৬ ভাদ্র ১৪২৬। ১৯ জিলহজ ১৪৪০

শেষ ৩২-এ চেলসি আর্সেনাল বাদ পড়ল এসি মিলান

১৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশেষ ৩২-এ চেলসি আর্সেনাল বাদ পড়ল এসি মিলান

একটা সময় ইউরোপের সেরা দলগুলোর একটি ছিল এসি মিলান। ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে সাতবার তারা হয়েছে মহাদেশের সেরা। অথচ সেই এসি মিলান এখন ইউরোপা লিগেও গ্রুপ পর্ব উতরাতে ব্যর্থ! ইউরোপা লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অলিম্পিয়াকোসের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নিয়েছে এসি মিলান। শুধু তা-ই নয়, আর্থিক অব্যবস্থাপনার কারণে ১২ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে মিলানকে। ইউরোপার লভ্যাংশ থেকে মিলানের যে পাওনা, সেখান থেকে এই অঙ্ক কেটে রাখা হবে। এটাই শেষ নয়, ২০২১ সালের ৩০ জুনের ভেতর বাজেট ব্যবস্থাপনায় ভারসাম্য আনতে না পারলে পরের দুই মৌসুম উয়েফার কোনো ক্লাব প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না এসি মিলান। একই সঙ্গে আগামী দুটি মৌসুমে (২০১৯-২০, ২০২০-২১) ইউরোপিয়ান প্রতিযোগিতার জন্য ২১ জনের বেশি খেলোয়াড় নিবন্ধন করতে পারবে না এসি মিলান।

আত্মঘাতী গোল, পেনাল্টি থেকে হজম করা গোল—এসবই ডুবিয়েছে মিলানকে। হারের পর তাই খুবই ক্ষিপ্ত মিলানের কোচ জেনারো গাত্তুসো, ‘আমি খুবই হতাশ, আমি বিরক্ত। আমাদের বুঝতে হবে যে লাখো সমর্থক আমাদের নিয়ে আশাবাদী। রেফারি হয়তো ভুল করেছেন, তবে মাঠে এত ভুল করলে আমাদের পরের পর্বে না যাওয়াই উচিত।’

আর্সেনাল ১-০ গোলে হারিয়েছে কারাবাগকে, স্পোর্তিং লিসবন ৩-০ গোলে হারিয়েছে ভোরস্কলাকে, লিপজিগ ১-১ গোলে ড্র করেছে রোজেনবার্গের সঙ্গে আর চেলসি ২-২ গোলে ড্র করেছে ভিদি এফসির সঙ্গে। চেলসির হয়ে গোল করেছেন উইলিয়ান ও জিরদ, আম্পাদু করেছেন আত্মঘাতী গোল।

চূড়ান্ত হয়ে গেছে ইউরোপা লিগের পরের পর্বের ৩২ দল। বাদ পড়াদের ভেতর এসি মিলান, গ্লাসগো রেঞ্জার্সের মতো বিখ্যাত দলও আছে, অন্যদিকে ইংল্যান্ডের আর্সেনাল ও চেলসি দুটি দলই জায়গা করে নিয়েছে পরের ধাপে। চ্যাম্পিয়নস লিগে দুই ম্যানচেস্টার, লিভারপুল এবং টটেনহাম—চারটি দলই আছে প্রিমিয়ার লিগের, সঙ্গে ইউরোপাতেও দুটি দল। সব মিলিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষপর্যায়ের দলগুলোর খাটুনি বেড়ে গেছে বেশ! স্কাই স্পোর্টস, বিবিসি

মন্তব্য