kalerkantho

শুক্রবার । ২৩ আগস্ট ২০১৯। ৮ ভাদ্র ১৪২৬। ২১ জিলহজ ১৪৪০

এখন সিলেটে

মাশরাফিকে আরো বেশি দিন চায় বাংলাদেশ

১৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমাশরাফিকে আরো বেশি দিন চায় বাংলাদেশ

আশকার আমিন রাব্বি

ক্রীড়া প্রতিবেদক : আরো কিছু রান করতে না পারাই ওয়েস্ট ইন্ডিজকে সমতা ফেরাতে দিয়েছে সিরিজে। যে কারণে আগামীকাল সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠেয় শেষ ম্যাচটিই হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী। যে ম্যাচ খেলতে গতকাল বিকেলের ফ্লাইটে সিলেটে উড়ে গেছে দুই দলই। যাওয়ার আগে সিরিজ জয় নিয়ে প্রবল আশাবাদের ভিত হিসেবে ক্যারিবীয়দের বিপক্ষে সর্বশেষ সিরিজটির কথাই মনে করিয়ে দিলেন মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে যে সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচের হারে এবারের মতো সেবারও সেন্ট কিটসে শেষ ওয়ানডেটি হয়ে গিয়েছিল সিরিজভাগ্য নির্ধারক। সেই ম্যাচ জিতে সিরিজও নিজেদের করে নেওয়া বাংলাদেশ সিলেটে আরেকবার সে রকম কিছুরই পুনরাবৃত্তি ঘটাবে বলে বিশ্বাস বাংলাদেশ দলের অফ স্পিনারের।  

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল দুপুরে ইউনিসেফের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত তরুণ অলরাউন্ডার পরে সংবাদমাধ্যমকে বললেন সে কথাই, ‘গতকাল (মঙ্গলবারের দ্বিতীয় ওয়ানডে) কিন্তু আমরা ভালো শুরুই করেছিলাম। তবে আমাদের শেষটা ভালো হয়নি। হয়তো আরো ২০ রান করতে পারলে ভালো হতো। কিন্তু এখনো আমরা সিরিজে ভালোমতোই আছি। শেষ ম্যাচটি বাঁচা-মরার ম্যাচ। আর এ ধরনের ম্যাচগুলোতেই আমরা ভালো খেলি। ওয়েস্ট ইন্ডিজেও কিন্তু আমরা শেষ ম্যাচ জিতেই সিরিজ জিতেছিলাম। এবারও সুযোগ আছে। আশা করি আমরা দারুণভাবেই ঘুরে দাঁড়াব।’

ঘুরে দাঁড়ানোর এই ম্যাচ দেশের মাটিতে মাশরাফি বিন মর্তুজার শেষ আন্তর্জাতিক ম্যাচ কি না, তা নিয়েও বহুল চর্চা হচ্ছে গত কিছুদিন। যদিও বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তা নিয়ে আনুষ্ঠানিকভাবে বলেননি কিছুই। তবু এটি নিয়ে আলোচনা থেমে নেই। যেমন এই প্রসঙ্গ তোলা হলো মিরাজের সামনেও। তিনি অবশ্য আরো অনেক দিন অধিনায়ককে পাওয়ার আকুতিই শোনালেন, ‘মাশরাফি ভাই অনেক দিন বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন। জানি না আগামী পরশু (শুক্রবার) দেশের মাটিতে তিনি শেষ ম্যাচ খেলবেন কি না। তবে আমরা চাই, মাশরাফি ভাই আরো অনেক দিন জাতীয় দলে খেলুন।’

মন্তব্য