kalerkantho

বৃহস্পতিবার  । ১৯ চৈত্র ১৪২৬। ২ এপ্রিল ২০২০। ৭ শাবান ১৪৪১

শেখ রাসেল ও ব্রাদার্স শেষ আটে

৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশেখ রাসেল ও ব্রাদার্স শেষ আটে

ক্রীড়া প্রতিবেদক : শেখ জামালের সঙ্গে গোলশূন্য ড্র করে দুই ম্যাচের ২ পয়েন্ট নিয়ে শেখ রাসেল পৌঁছে গেছে স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনালে। ‘ডি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সঙ্গী হয়েছে তারা। অন্য ম্যাচে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন আবাহনীর সঙ্গে গোলশূন্য ড্র করে ব্রাদার্স ২ পয়েন্ট নিয়ে পৌঁছে গেছে কোয়ার্টারে।

শেখ জামালের আধিপত্যে ম্যাচ শুরু হয় এবং ম্যাচ শেষ হয়ও সেই ধারায়। বিরতির আগেই তারা লিড নিতে পারত। তাদের দাপট ও আক্রমণ দুই-ই ছিল, কিন্তু ছিল না শুধু ফিনিশিং। ১৯ মিনিটে আর্জেন্টাইন লুসিয়ানো পেরেজের বাড়ানো বলে দিদারুল আলম পা ছোঁয়ালেই হয়ে যায়। সেটা পারেননি। ২৭ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড নিজেই লক্ষ্য ভেদ করতে পারেননি বক্সের ভেতর থেকে। ৪২ মিনিটে গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিংয়ের শট আটকে দেয় গোলপোস্ট। পুরো প্রথমার্ধে শেখ রাসেলের সাদামাটা পারফরম্যান্স। ৫৮ মিনিটে গিয়ে তাদের নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওডোইনের পায়ে একটি শট দেখা গেছে। এরপর আবার জামালের দাপট অব্যাহত থাকে কিন্তু গোলহীন সেই দাপট শেষ পর্যন্ত অর্থহীন হয়ে গেছে। প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর কোচ যোশেফ আফুসি দুষছেন ভাগ্যকে, ‘এটা দুর্ভাগ্য। মেনে নেওয়া ছাড়া উপায় কী।’ রাসেল কোচ সাইফুল বারী টিটু সেই ভাগ্যকে ধন্যবাদ জানাতে পারেন, ‘আমাদের আক্রমণে সমস্যা আছে। মাঝমাঠের খেলাটা হচ্ছে না, রক্ষণ লাইনের পেছনে বলও ফেলতে পারে না তারা। ফরোয়ার্ড লাইনেও সামর্থ্যের অভাব আছে।’ রক্ষণ যেমন তাদের শক্তি তেমনি সমস্যার জায়গা গোলে। এ পর্যন্ত মৌসুমে ৬ ম্যাচ খেলে করেছে ৪ গোল।

মন্তব্যসাতদিনের সেরা