kalerkantho

সংক্ষিপ্ত

শীর্ষে দুলাল

১৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : জেমকন প্রফেশনাল গলফ টুর্নামেন্টের প্রথম রাউন্ড শেষে শীর্ষে দুলাল হোসেন। কুর্মিটোলা গলফ কোর্সে কাল ৬ আন্ডার পার খেলেছেন তিনি। ৩ আন্ডার পার খেলে দ্বিতীয় স্থানে আছেন গত সেপ্টেম্বরে মালয়েশিয়ায় এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুর টুর্নামেন্ট জেতা সাখাওয়াত হোসেন। ২ আন্ডার পার নিয়ে যুগ্মভাবে তৃতীয় স্থানে মুহাম্মদ রবিন ও নূর জামাল। এদিন পারের চেয়ে কম শট খেলেছেন মাত্র আরেকজন। ১ আন্ডার পার নিয়ে সেই মোহাম্মদ সোলায়মান আছেন চতুর্থ স্থানে।মন্তব্য