kalerkantho

বার্সায় ফিরছেন নেইমার!

১৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবার্সায় ফিরছেন নেইমার!

দলবদলের মৌসুম এলেই গুঞ্জন নেইমারকে ঘিরে। কখনো শুরু হয় রিয়াল মাদ্রিদে আসার জল্পনা, তো কখনো বার্সেলোনায় ফিরে আসার গুজব। নেইমার নিজেও আগ্রহ দেখিয়েছেন পুরনো সতীর্থদের সঙ্গে আবারও খেলার। উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ শেষে ব্রাজিলিয়ান অধিনায়কের কাছে জানতে চাওয়া হয়, বার্সায় ফিরছেন নাকি? জবাবে শুধু হেসেছেন নেইমার। তাতে আবারও ছড়াচ্ছে তাঁর বার্সায় ফেরার গুজবের ডালপালা। কয়েক মাস আগে বার্সা সভাপতি হোসে মারিয়া বার্তোমেউ সরাসরি না করে দিয়েছিলেন নেইমারের ফিরে আসাটা। কারণ পিএসজিতে যাওয়ার সময় বার্সা কর্তাদের একহাত নেওয়ার পাশাপাশি পাওনা নিয়েও অভিযোগ করেছিলেন। তবু কাতালানদের স্পোটির্ং ডিরেক্টর পেপ সেগুরা কদিন আগে জানিয়েছেন, ‘যদি বিশ্বাস করি নেইমার ফিরতে পারে, তাহলে অবশ্যই উদ্যোগটা নিতে হবে ওকেই।’ নেইমার উদ্যোগটা নেবেন কি? মার্কা

মন্তব্য