kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

সাকিবের সঙ্গে তামিমকে নিয়েও শঙ্কা

১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেক্রীড়া প্রতিবেদক : প্রথম দিনেই বল খেলার ঝুঁকিতে যাননি সাকিব আল হাসান। বাঁ হাতের কনিষ্ঠাঙ্গুলের চোট কাটিয়ে কাল শুধু ব্যাট গ্রিপ করে দেখার চেষ্টা করলেন যে কতটা স্বাচ্ছন্দ্য তিনি। আজ আরেকটু বেড়ে নক করে দেখার কথা আছে তাঁর। সেটি করার পরই আসলে তাঁর অবস্থা নিয়ে আরো স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণার আগে এরই অপেক্ষায় নির্বাচকরা। আর তামিম নতুন করে অপেক্ষায় ডাক্তারি পরীক্ষার। গত পরশু পেস বোলিং খেলার অনুশীলনের সময় চোটগ্রস্ত আঙুলে ব্যথা ফিরে আসে বাঁহাতি এই ওপেনারের। গতকাল আলট্রাসনোগ্রামের ফল দুশ্চিন্তায় ফেলে দিয়েছে তামিমকে। দুশ্চিন্তায় নির্বাচকরাও।

দুই টেস্টের সিরিজের জন্য আজই বাংলাদেশ দল ঘোষণার কথাও আছে। এর আগে সাকিবের জন্য অপেক্ষার বিষয়টি জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। গতকাল বিকেলে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘সে তো মাত্রই ব্যাটিং শুরু করল আজ। কতটা উন্নতি সে করেছে, সেটি বোঝা যাবে কাল। কারণ ইনজুরির পর অনেক বড় একটা বিরতি গেছে। তো আগামীকাল (আজ) ওর বিষয়ে ফিজিওর একটি রিপোর্ট দেওয়ার কথা আছে। সেটি পাওয়ার পরেই আমরা সিদ্ধান্ত নিতে পারব।’

কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খানের সঙ্গে ব্যক্তিগত আলাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পুরো সিরিজ খেলার আশাবাদই ব্যক্ত করেছিলেন সাকিব। আকরাম নিজেই সংবাদমাধ্যমকে দিয়েছিলেন সে খবর। সুস্থ থাকলে মিনহাজুলও এই অলরাউন্ডারকে পুরো সিরিজ খেলানোর পক্ষে, ‘আমি তো চাই সুস্থ থাকলে সে তিন ফরম্যাটেই খেলুক। কারণ সেরা অলরাউন্ডার ও সেরা ক্রিকেটার দলে থাকলে সবাই উজ্জীবিত থাকে। সেই হিসাবে ওকে সব ফরম্যাটে পাওয়া গেলে আমাদের জন্য সেটি প্লাস পয়েন্টই।’

দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সফরে আজই ক্যারিবীয় দলের একাংশ পা রাখছে বাংলাদেশে। সফর শুরু হচ্ছে টেস্ট দিয়েই। ২২ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। তাঁর জন্য অপেক্ষা থাকলেও তামিম ইকবালের পাশাপাশি ওই টেস্ট থেকেই সাকিবকে পাওয়ার আশাবাদের কথাও শুনিয়ে রাখলেন মিনহাজুল, ‘তামিমের সুস্থতা নিয়ে আমরা যথেষ্ট সন্তষ্ট। ওর বিষয়ে ফিজিওর আপডেট দেওয়ার কথা আছে আজ (গতকাল)। সেই হিসাবেই আমরা পদক্ষেপ নেব। সাকিবের ব্যাপারে এখনো কোনো আপডেট পাইনি। আশা করি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা তামিমকে পাচ্ছি। সাকিবের ব্যাপারেও আমরা যথেষ্ট আশাবাদী। আপডেট পেলেই আমরা দল ঘোষণা করব।’ এদিকে বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, আপাতত নেটে যেতে বারণ করা হয়েছে তামিমকে। অন্তত দিন চারেক প্রলম্বিত হতে পারে বিশ্রামের মেয়াদকাল। তবে ২২ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হওয়া প্রথম টেস্টের আগে পুরোপুরি তৈরি কি হতে পারবেন তামিম—যথেষ্ট সংশয় রয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা