kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

মুখ খুললেন কোহলি

১০ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনিজের ত্রিশতম জন্মদিনে ভক্তদের জন্য একটি অফিশিয়াল অ্যাপ ছেড়েছিলেন বিরাট কোহলি। ভক্তরা সেখানে ভারত অধিনায়কের সবশেষ খবর নিতে পারবেন। বিপত্তি ঘটেছে এর পরই। খুদে বার্তায় একজন কোহলিকে লিখেছিলেন, ‘অতি মূল্যায়িত ব্যাটসম্যান। ভারতীয়দের তুলনায় ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের বেশি ভালো লাগে।’ এরপর সেই ভক্তকে ‘দেশ ছেড়ে অন্য কোথাও’ থাকার পরামর্শ দিয়েছিলেন কোহলি। গতকাল এ নিয়ে মুখ খুললেন কোহলি। পুরো ব্যাপারটাকে হালকাভাবে দেখার পরামর্শ তাঁর, ‘‘মনে হয় ট্রলিং আমার জন্য নয়। জবাব দিয়েছিলাম ‘এই ভারতীয়রা’ মন্তব্যের। ব্যাপারটা হালকাভাবে দেখুন।’’ পিটিআই

মন্তব্যসাতদিনের সেরা