kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিএসপিএ স্পোর্টস কার্নিভাল

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সদস্যদের নিয়ে আয়োজিত ‘মার্সেল-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০১৮’-এর সেরা খেলোয়াড় হয়েছেন কবিরুল ইসলাম। সাঁতার ও ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ক্যারম এককের রানার্স-আপ এবং ক্যারম দ্বৈতে তৃতীয় হয়ে তিনি জিতে নেন বিএসপিএ স্পোর্টসম্যান অব দ্য ইয়ারের পুরস্কার মো. আব্দুল মান্নান লাডু ট্রফি। আরিফ সোহেল প্রথম রানার-আপ এবং শামীম হাসান হয়েছেন দ্বিতীয় রানার-আপ। শহীদ ক্যাপ্টেন মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে গতকাল সমাপনী অনুষ্ঠানে জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস ও স্পোর্টস) এম এম ইকবাল বিন আনোয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের যুগ্মমহাসচিব এবং ব্যাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।

মন্তব্যসাতদিনের সেরা