kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

সংক্ষিপ্ত

হেরেও শীর্ষে জোকোভিচ

৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরজার ফেদেরারের সঙ্গে তিন ঘণ্টার ম্যাচটাই কি নিংড়ে নিল সব প্রাণশক্তি? জ্বরের সঙ্গে সপ্তাহজুড়ে লড়াই করা নোভাক জোকোভিচ হেরেই গেলেন প্যারিস মাস্টার্সের ফাইনালে। রাশিয়ার কারেন খাচানভ তাঁকে হারিয়েছেন ৭-৫, ৬-৪ গেমে। ২২ ম্যাচ পর তাই থামল জোকোভিচের জয়যাত্রা। ফাইনালে না পারলেও আজ প্রকাশিত হতে যাওয়া র‌্যাংকিংয়ে রাফায়েল নাদালকে পেছনে ফেলে শীর্ষে উঠতে যাচ্ছেন জোকোভিচ। এ নিয়ে উচ্ছ্বসিত তিনি, ‘কারেন জেতার মতো দুর্দান্ত টেনিস খেলেছে। আমি ক্লান্ত ছিলাম, এটা অবশ্য অজুহাত নয়। এর পরও র‌্যাংকিংয়ের শীর্ষে উঠতে পারাটা বিশেষ কিছু।’ এ বছর মাস্টার্স জেতা তৃতীয় নতুন খেলোয়াড় কারেন খাচানভ। ২০০৯ সালে নিকোলাই দাভিদেঙ্কোর পর রাশিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে মাস্টার্স জিতলেন তিনি। র‌্যাংকিংয়েও ১৮ থেকে উঠে আসছেন ১১ নম্বরে। এএফপিসাতদিনের সেরা