kalerkantho

শনিবার । ১৯ অগ্রহায়ণ ১৪২৮। ৪ ডিসেম্বর ২০২১। ২৮ রবিউস সানি ১৪৪৩

গলেই শেষ হেরাথের

৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগলেই শেষ হেরাথের

তাঁর শুরুটা ১৯৯৯ সালে, গলে। রঙ্গনা হেরাথের শেষটাও হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে গল টেস্ট দিয়ে। মুত্তিয়া মুরালিধরনের অবসরের পর টেস্ট ক্রিকেটেই স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট তাঁর, যা হেরাথকে পরিণত করেছে সর্বকালের সফলতম বাঁহাতি স্পিনারে। ১৯ বছরের ক্যারিয়ারের শেষটা হচ্ছে আজ থেকে গলে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে। এই ম্যাচের পরই আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে বিদায় বলবেন ৪০ বছর বয়সী হেরাথ।

মুরালিধরন অবসর নেওয়ার আগে ২২ টেস্টে ৩৭.৮৯ গড়ে ৭০ টেস্ট উইকেট নিয়েছিলেন হেরাথ। মুরালি অবসর নিতেই লঙ্কান বোলিংয়ের ভার পড়ে তাঁর কাঁধে। এরপর ৭০ টেস্টে ২৫.৯৯ গড়ে নিয়েছেন ৩৫৯ উইকেট। লঙ্কান বোলারদের মধ্যে এ সময় দ্বিতীয় সর্বোচ্চ ১২৫ উইকেট দিলরুয়ান পেরেরার। এ সময় টেস্টে সবচেয়ে বেশি ৩৯৯ উইকেট ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসনের। হেরাথের উইকেট ৩৫৯টি, স্টুয়ার্ট ব্রডের ৩৫০, রবিচন্দ্রন অশ্বিনের ৩৩৬ আর নাথান লায়নের ৩১৮টি। একটা জায়গায় সবাইকে ছাড়িয়ে হেরাথ। চতুর্থ ইনিংসে পেয়েছেন সবচেয়ে বেশিবার পাঁচ বা তারও বেশি উইকেট। ক্রিকইনফোসাতদিনের সেরা