kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

আবারও ডার্বি জয়ের নায়ক ইকার্দি

২৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেআবারও ডার্বি জয়ের নায়ক ইকার্দি

বিরতির পর দুই দল আক্রমণ-পাল্টাআক্রমণ চালালেও গোল হচ্ছিল না আর। শেষ পর্যন্ত ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে গোলরক্ষক জিয়ানলুইজি দোনারোমার ভুলে বল পেয়ে গোল ইকার্দির।

 

দারুণ ছন্দে মাউরো ইকার্দি। সিরি ‘এ’তে সবশেষ ছয় ম্যাচে ছয় গোল তাঁর। নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে দেখলে জ্বলে ওঠেন আরো। সবশেষ ডার্বিতে ইন্টার মিলান জিতেছিল ইকার্দির হ্যাটট্রিকে। গত পরশু এই আর্জেন্টাইনের ৯২তম মিনিটের গোলে ১-০ ব্যবধানে জিতল ইন্টার। নাটকীয় জয়ে তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে। এ ছাড়া গত পরশু ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটন ২-০ গোলে ক্রিস্টাল প্যালেসকে আর স্প্যানিশ লা লিগায় গেতাফে ২-১ গোলে রায়ো ভায়েকানোকে ও এস্পানিওল ২-০ গোলে হারিয়েছে হুয়েস্কাকে।

মিলান ডার্বিতে অফসাইডের কারণে একটি করে গোল বাতিল হয়েছিল দুই দলের। ১২ মিনিটে মার্সেলো ব্রোজোভিচের বাড়ানো ক্রস মাতিয়াস ভেসিনোর মাথা ছুঁয়ে আসে ইকার্দির কাছে। তিনি বল জালে জড়ালেও গোল হয়নি অফসাইডের কারণে। বিরতির কিছুক্ষণ আগে এসি মিলান অধিনায়ক এসিলিও রোমানলির গোলও বাতিল একই কারণে। বিরতির পর দুই দল আক্রমণ-পাল্টাআক্রমণ চালালেও গোল হচ্ছিল না আর। শেষ পর্যন্ত ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে গোলরক্ষক জিয়ানলুইজি দোনারোমার ভুলে বল পেয়ে গোল ইকার্দির। মাতিয়াস ভেসিনোর ক্রসে গোলরক্ষকের ভুল পজিশনিংয়ের সুযোগে মাথা ছুঁইয়ে লক্ষ্যভেদ তাঁর। এমন নাটকীয় জয়ে রোমাঞ্চিত ইন্টার অধিনায়ক ইকার্দি, ‘সপ্তাহজুড়েই সতীর্থরা আলোচনা করে এসেছি ডার্বি জেতা নিয়ে। আমরা সুযোগ পেয়েছি, বল পোস্টে লাগিয়েছি, গোলও বাতিল হয়েছে। শেষ মুহূর্তের গোলে জয়টা তাই বেশি খুশির।’

এই জয়ে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ইন্টার এখন ৩ নম্বরে। শীর্ষ দুই দল জুভেন্টাসের পয়েন্ট ২৫ আর নাপোলির ২১। এসি মিলান ১২ পয়েন্ট নিয়ে আছে ১২ নম্বরে। শেষ বেলায় গোলরক্ষকের ভুলে হারলেও জিয়ানলুইজি দোনারোমার একার কাঁধে দোষ চাপাচ্ছেন না মিলান কোচ জেনোরো গাত্তুসো, ‘হারের পর কাউকে একা দোষ দেওয়া যায় না, কারণ আমরা দল হয়ে খেলেছি। আমরা কিছুটা এলোমেলো ছিলাম আর গোল হজম করেছি। হারটা এ জন্যই।’

লা লিগায় হুয়েস্কাকে ২-১ গোলে হারিয়ে এস্পানিওল এখন পয়েন্ট টেবিলের দুই নম্বরে। ৪১ ও ৬৪ মিনিটে গোল দুটি করেন বোরহা ইগলেসিয়াস। ৯ ম্যাচ শেষে এস্পানিওলের পয়েন্ট ১৭। শীর্ষে থাকা বার্সা এগিয়ে ১ পয়েন্টে। আর ১৪ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ নেমে গেছে সাত নম্বরে! এএফপি

মন্তব্যসাতদিনের সেরা