kalerkantho


অভিযোগ অস্বীকার জয়াসুরিয়ার

১৭ অক্টোবর, ২০১৮ ০০:০০অভিযোগ অস্বীকার জয়াসুরিয়ার

ম্যাচ পাতানো আর দুর্নীতি বিতর্কে টালমাটাল লঙ্কান ক্রিকেট। শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কা-ভারতের মধ্যকার গল টেস্টে গড়াপেটার জন্য পিচ বিকৃতি নিয়ে নিষিদ্ধ হয়েছেন গলের প্রধান পিচ প্রস্তুতকারক। লঙ্কান ক্রিকেটে গড়াপেটা নিয়ে তদন্তে নামে আইসিসির দুর্নীতি দমন শাখা (আকসু)। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীকেও জানানো হয়েছে তদন্তের ব্যাপারটি। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক সনৎ জয়াসুরিয়ার নামও জড়িয়ে গেল এ তদন্তে। তাঁর বিপক্ষে গুরুতর দুটি অভিযোগ—আকসুকে অসহযোগিতা ও প্রমাণ নষ্ট করার।

আইসিসির গোয়েন্দারা জয়াসুরিয়ার মোবাইল ফোনসেটটি চেয়েছিলেন পরীক্ষা করার জন্য। জয়াসুরিয়া সেটা দিতে রাজি হননি। লঙ্কান মিডিয়ায় এসেছে, আইসিসির গোয়েন্দারা নাকি ল্যাপটপও চেয়েছিল জয়াসুরিয়ার। সেখানেও অসহযোগিতা করেছেন এ কিংবদন্তি। নিয়ম অনুযায়ী, ১৫ অক্টোবর থেকে ১৪ দিনের মধ্যে জবাব দিতে হবে তাঁকে, নইলে আইসিসি তাঁকে নিষিদ্ধ করতে পারে। জয়াসুরিয়া অবশ্য বেশি সময় নেননি। গতকালই এক বিবৃতিতে সাফাই গাইলেন নিজের, ‘অভিযোগে বলা হয়েছে আমি অসহযোগিতা করেছি তথ্য-প্রমাণ না দিয়ে। তদন্তেও সহযোগিতা করিনি। কিন্তু দৃঢ়তার সঙ্গে বলছি, ক্রীড়া ক্ষেত্রে সব সময় সৎ ও স্বচ্ছতার সঙ্গে কাজ করে এসেছি আমি। ভবিষ্যতেও করব। যেসব অভিযোগ আনা হয়েছে এটা কোনোভাবে ম্যাচ পাতানো, পিচ ফিক্সিং বা দুর্নীতির কোনো ব্যাপার না।’

গলে দুটি টেস্টে পিচ বিকৃতির পাশাপাশি ২০১৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কার হোম সিরিজে কড়া নজর ছিল আইসিসির। অপ্রত্যাশিতভাবে সেই সিরিজ ২-৩ ব্যবধানে হেরে যায় শ্রীলঙ্কা। এরই তদন্তে নেমে ‘কেঁচো খুঁড়তে সাপ’ বেরিয়ে আসছে এখন। ইংলিশ সাবেক অধিনায়ক নাসের হোসেন খুশি তাতে। জয়াসুরিয়ার পাশাপাশি আরো অনেকের নাম আসবে বলে দাবি তাঁর, ‘এটা শুধু হিমশৈলের চূড়া। আরো অনেক নাম বেরিয়ে আসবে। অনেক বড় ব্যাপার এটা। জয়াসুরিয়া শুধু শ্রীলঙ্কার নন, বিশ্ব ক্রিকেটরই বড় নাম। সাবেক অধিনায়ক আর প্রধান নির্বাচক। এত দিন আইসিসির বিপক্ষে অভিযোগ ছিল বড় নামের বদলে ছোটদের পেছনে ছোটার। এবার ছবিটা বদলাচ্ছে। জয়াসুরিয়ার চেয়ে বড় নাম কমই আছে।’

ম্যাচ পাতানো নিয়ে সব সময় সন্দেহের তীরটা থাকে পাকিস্তানি ক্রিকেটারদের দিকে। এবার শ্রীলঙ্কার দিকে ঘুরছে সেটা। এমন কিছুর আভাস আগেই পেয়েছিলেন নাসের হোসেন, ‘গত ছয় মাস ধারাভাষ্য দিতে গিয়ে শুনেছি, অনেক বড় নাম প্রকাশ পাবে। অনেকে বলত, আন্তর্জাতিক ক্রিকেটের বদলে ঘরোয় ফ্র্যাঞ্চাইজি লিগে এখন নজর জুয়াড়িদের। কিন্তু জয়াসুরিয়ার নাম আসাটা বলছে, এখনো অনেক ব্যাপারে আলো পড়েনি।’ পিটিআইমন্তব্য