kalerkantho

সোমবার । ১৪ অক্টোবর ২০১৯। ২৯ আশ্বিন ১৪২৬। ১৪ সফর ১৪৪১       

সিরিজ জয়ের চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার

১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসিরিজ জয়ের চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার

এশিয়ায় দীর্ঘশ্বাসটাই বেশি অস্ট্রেলিয়ার। ২০১১ সালের পর এখানে টেস্ট সিরিজ জেতা হয়নি। সেবার শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের পর হেরেছে চারটি সিরিজ। গত বছর ১-১-এ টেস্ট সিরিজ ড্র করেছে বাংলাদেশের মাটিতেও। আজ পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া আবুধাবি টেস্টে আট বছরের হতাশা পেছনে ফেলার চ্যালেঞ্জ টিম পাইনের দলের। দুবাইয়ে হারতে যাওয়া প্রথম টেস্ট দুর্দান্ত ব্যাটিংয়ে করেছে ড্র। আবুধাবিতে জিতলেই সিরিজ নিশ্চিত ১-০তে। সেই আশাতেই পাইন, ‘সব সিরিজ জেতার জন্য খেলি আমরা। পাঁচটি দিন ভালো খেলতে পারলে অসম্ভব নয় আবুধাবিতে জেতা। প্রথম টেস্টের পারফরম্যান্সে আত্মবিশ্বাসী সবাই।’

দুবাইয়ে অস্ট্রেলিয়াকে ফলোঅনে ফেলার সুযোগ পেয়েও উল্টো নিজেরা ব্যাট করতে নামে পাকিস্তান। ৪৬২ রানের লক্ষ্য দিয়ে ঘোষণা করে দ্বিতীয় ইনিংস। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা প্রায় দুই দিন ক্রিজে থেকে ড্র করেন ম্যাচটি। ইয়াসির শাহ, বিলাল আসিফদের স্পিনে কাজ হয়নি কোনো। পেসার ওয়াহাব রিয়াজ ছিলেন উইকেটহীন। এ জন্য আজ একাদশ থেকে বাদ পড়ছেন ওয়াহাব। অভিষেক হতে পারে পেসার মির হামজার। চোট কাটিয়ে ফিরতে পারেন লেগ স্পিনার শাদাব খানও।

ওপেনার ইমাম উল হক ছিটকে গেছেন আঙুলে চির ধরায়। তাঁর জায়গায় টেস্ট অভিষেক হচ্ছে ফখর জামানের। পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের এই নায়ক অবশ্য রান পাননি এশিয়া কাপে। ২০১৬-১৭ মৌসুমে কায়েদ-ই-আজম ট্রফির ফাইনাল শেষে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মাত্র দুটি। এর পরও দল নিয়ে আশাবাদী অধিনায়ক সরফরাজ আহমেদ, ‘ফখরের সামর্থ্য সবাই জানি আমরা। শাদাব কিংবা হামজাও আমাদের সম্পদ। সবাই সেরাটা খেলতে পারলে সিরিজ জেতা কঠিন হবে না।’ ক্রিকইনফো

মন্তব্যসাতদিনের সেরা