kalerkantho

শুক্রবার । ২০ চৈত্র ১৪২৬। ৩ এপ্রিল ২০২০। ৮ শাবান ১৪৪১

ব্রাজিলে বার্সেলোনার ম্যালকম

২৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেব্রাজিলে বার্সেলোনার ম্যালকম

বিশ্বকাপটা ব্যর্থতায় কেটেছে গ্যাব্রিয়েল জেসুসের। সেন্টার ফরোয়ার্ড হয়েও পাননি কোনো গোল। বাদও পড়েছিলেন এ জন্য। যুক্তরাষ্ট্র সফরে দুই ম্যাচ শেষে আবারও ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ডকে ডেকেছেন ব্রাজিলিয়ান কোচ তিতে। আগামী মাসে সৌদি আরবের পর আর্জেন্টিনার বিপক্ষে মহারণ ব্রাজিলের। গুরুত্বপূর্ণ সেই ম্যাচ দুটির দলে রয়েছেন তিন নতুন মুখ।

তাঁদের একজন বার্সেলোনার ফরোয়ার্ড ম্যালকম। করিন্থিয়ান্স থেকে বোর্দোয় আরো পরিণত হয়ে এই মৌসুমে বার্সায় নাম লিখিয়েছেন তিনি। ম্যালকমের পুরনো ক্লাব-সতীর্থ সেন্টার ব্যাক পাবলো আর ১৯ বছর বয়সী গ্রেমিওর গোলরক্ষক ফেলিপেকে সুযোগ দিয়েছেন তিতে। সাবেক অধিনায়ক থিয়াগো সিলভার বদলে পাবলোকে নেওয়ার কারণ জানিয়েছেন তিতে, ‘করিন্থিয়ান্সের হয়ে কিছুদিন আগে চ্যাম্পিয়নশিপ জেতা পাবলো সেন্টার ব্যাক হিসেবে ভীষণ পাওয়ারফুল। ওর হেডও দুর্দান্ত। ম্যালকম এখন দারুণ পরিণত। প্রাপ্য সুযোগই ওরা পেয়েছে।’

ব্রাজিলিয়ান দলে আরো ফিরেছেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার দানিলো, গোলরক্ষক এদেরসন ও টানা তিন চ্যাম্পিয়নস লিগ জেতা মার্সেলো। সবশেষ ২০১৭ সালে খেলা হ্যানোভারের মিডফিল্ডার ওয়ালেসকে ফেরানো হয়েছে আবারও। তবে নেই চেলসি তারকা উইলিয়ান। জুভেন্টাসের ফরোয়ার্ড দগলাস কস্তারও সুযোগ হয়নি। চ্যাম্পিয়নস লিগে পাওয়া চোট আর সিরি ‘এ’তে থুথু ছিটিয়ে নিষিদ্ধ হওয়াই এর কারণ বলে জানিয়েছেন তিতে, ‘কস্তা দলে নেই দুটো কারণে। প্রথমটা ইনজুরি, দ্বিতীয় কারণ শৃঙ্খলাজনিত।’ ১২ অক্টোবর রিয়াদে সৌদি আরবের মুখোমুখি হবে ব্রাজিল। এর চার দিন পর জেদ্দায় মহারণ আর্জেন্টিনার বিপক্ষে। ইএসপিএন

ব্রাজিলিয়ান দল

গোলরক্ষক : আলিসন, ফেলিপে, এদেরসন।

ডিফেন্ডার : মার্সেলো, আলেক্স সান্দ্রো, দানিলো, এদের মিলিতাও, পাবলো, ফাবিনিয়ো, মার্কিনিয়োস, মিরান্দা।

মিডফিল্ডার : রিচার্লিসন, ম্যালকম, ওয়ালেস, আর্থার, রেনাতো আগুস্তো, কাসেমিরো, ফ্রেদ, ফিলিপে কৌতিনিয়ো।

ফরোয়ার্ড : নেইমার, গ্যাব্রিয়েল জেসুস, এভেরতন, রবের্তো ফিরমিনো।

মন্তব্যসাতদিনের সেরা