kalerkantho

শনিবার । ২৪ শ্রাবণ ১৪২৭। ৮ আগস্ট  ২০২০। ১৭ জিলহজ ১৪৪১

নতুন চেহারায়

২৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনতুন চেহারায়

দুই বছর আগে চমকে দিয়েছিলেন লিওনেল মেসি। ক্লিন সেভ থাকতে পছন্দ করা এই আর্জেন্টাইনের হঠাৎ মুখভর্তি দাড়ি। তবে গত পরশু ন্যু ক্যাম্পের অনুশীলনে এসেছিলেন দাড়ি কেটে। দুই বছর আগে দাড়ি রাখার পেছনে সতীর্থদের অনুরোধের কথা বলেছিলেন তিনি, ‘১৯৯৩ সালের পর কোনো শিরোপা জেতেনি আর্জেন্টিনা। সতীর্থরা মনে করছে আমার দাড়ি সৌভাগ্যের প্রতীক। এটা কাটলে মেরেই ফেলবে ওরা!’ এর পরও কিন্তু কোপা জেতা হয়নি আর্জেন্টিনার।

এদিকে ফিফার ‘দ্য বেস্ট’ এর সেরা তিনে মেসিকে না রাখায় বিতর্ক হয়েছে যথেষ্ট। এর পরও ফিফার এই অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেসি। সেরা তিনে না থাকলেও বর্ষসেরা একাদশে আছেন মেসি। মার্কা

মন্তব্যসাতদিনের সেরা