kalerkantho

রবিবার। ৩ মাঘ ১৪২৭। ১৭ জানুয়ারি ২০২১। ৩ জমাদিউস সানি ১৪৪২

ওয়ানডেতে ফিরছেন স্টেইন

১৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেওয়ানডেতে ফিরছেন স্টেইন

বয়স হয়ে গেছে ৩৫ বছর। ইনজুরির সঙ্গে লড়তে হচ্ছে প্রতিনিয়ত। সে কারণেই তো ২০১৬ সালের অক্টোবরের পর আর ওয়ানডে খেলেননি ডেল স্টেইন। কিন্তু ৩০ সেপ্টেম্বর থেকে জিম্বাবুয়ের বিপক্ষে যে সিরিজ শুরু হচ্ছে, সেখানে এই ফাস্ট বোলারকে ঠিকই রেখেছেন দক্ষিণ আফ্রিকার নির্বাচকরা।

কাঁধ ও পায়ের ইনজুরি সারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে স্টেইনের প্রত্যাবর্তন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে। সেখানে খুব একটা ভালো করতে পারেননি। ৮৯.৫০ গড়ে নিয়েছেন দুই উইকেট। ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন কাউন্টিতে হ্যাম্পশায়ারের হয়ে। সেখানে পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচে ১৯.১০ গড়ে নেন ২০ উইকেট। নির্বাচকরা যে এই ফর্ম দেখেই স্টেইনকে দলে নিয়েছেন, তা নয়। ২০১৯ বিশ্বকাপও মাথায় রয়েছে তাঁদের। কিছুদিন আগেই এই ফাস্ট বোলার জানিয়েছেন, পরের বছরের বিশ্বকাপ খেলেই রঙিন পোশাকের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার ইচ্ছা। আর প্রোটিয়াদের সামনের সিরিজগুলো যে ওই বিশ্বকাপ মাথায় রেখেই সাজানো, তা নির্বাচক প্যানেলের আহ্বায়ক লিন্ডা জন্ডির কথায় স্পষ্ট, ‘জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজের পর অস্ট্রেলিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষেও সিরিজ আছে আমাদের। আগামী বছরের বিশ্বকাপ স্কোয়াড তৈরির কাছাকাছি চলে আসছি আমরা।’

স্টেইনের প্রত্যাবর্তন হলেও জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের এই সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার নির্বাচকরা বিশ্রাম দিয়েছেন ডেভিড মিলার ও কুইন্টন ডি কককে। এএফপি

মন্তব্য