kalerkantho

সোমবার। ১৯ আগস্ট ২০১৯। ৪ ভাদ্র ১৪২৬। ১৭ জিলহজ ১৪৪০

ফ্লপ অব দ্য ডে

১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফ্লপ অব দ্য ডে

ক্রোয়েশিয়াকে মাটিতে নামাল স্পেন। উয়েফা নেশনস লিগে ৬-০ গোলে ক্রোয়াটদের বিধ্বস্ত করেছে তারা। ৬ গোল খাওয়ার দায়টা এড়াতে পারেন না গোলরক্ষক লভরে কালিনিচ। তৃতীয় গোলটা জালে জড়িয়েছে তাঁরই শরীরে লেগে। মার্কো আসেনসিওর শট ফিরছিল পোস্টে লেগে। সেটাই কালিনিচের গায়ে লেগে জালে। আত্মঘাতী গোলে ৩৩ মিনিটেই ০-৩ ব্যবধানে পিছিয়ে পড়া ক্রোয়েশিয়া ঘুরে দাঁড়াতে পারেনি আর।

 

মন্তব্য