kalerkantho

শনিবার । ২৫ জানুয়ারি ২০২০। ১১ মাঘ ১৪২৬। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১     

নীলফামারীতে ফের ফুটবল উন্মাদনা

১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনীলফামারীতে ফের ফুটবল উন্মাদনা

নীলফামারী প্রতিনিধি : ফুটবলের আন্তর্জাতিক ভেন্যু হিসেবে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামের অভিষেক হয়ে গেছে গত ২৯ আগস্ট। সাফের প্রস্তুতিতে সে ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কার। মাঠটি এই মৌসুমের হোম ভেন্যু প্রিমিয়ার লিগের নবাগত দল বসুন্ধরা কিংসের। নতুন মৌসুমের প্রস্তুতিতে মালদ্বীপের নিউ রেডিয়েন্টের বিপক্ষে তাদের ম্যাচ দিয়ে ক্লাব ফুটবলের আন্তর্জাতিক ভেন্যু হিসেবেও নাম লেখাতে যাচ্ছে এই স্টেডিয়াম।

আগামী ২১ আগস্ট মালদ্বীপের চ্যাম্পিয়ন ক্লাবটির বিপক্ষে কিংসের এই ম্যাচ। বাংলাদেশ-শ্রীলঙ্কার আন্তর্জাতিক ম্যাচ ঘিরে ফুটবল উন্মাদনায় মেতেছিল পুরো উত্তরবঙ্গ। ম্যাচের দিন শেখ কামাল স্টেডিয়ামে ছিল দর্শকের ঢল। কিংস-রেডিয়েন্ট ম্যাচ ঘিরে আবারও তেমনি ফুটবল উন্মাদনায় মাততে যাচ্ছে নীলফামারী। কাল শেখ কামাল স্টেডিয়ামে ম্যাচ উপলক্ষে আয়োজিত সম্মেলনে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং জাতীয় দলের সাবেক ফুটবলার আরিফ হোসেন মুন ও বসন্ধুরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ তেমনি আশার কথা জানিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম আতিকুর রহমান, রংপুর বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মাহাবুল ইসলাম ও বসুন্ধরা কিংসের নির্বাহী সদস্য জুবায়ের আলম জুয়েল। মৌসুমের সব শিরোপা জয়ের লক্ষ্যে দল গুছিয়েছে বসুন্ধরা কিংস। প্রস্তুতিটাও নিতে যাচ্ছে তারা সেভাবেই। নিউ রেডিয়েন্টের মতো দেশের বাইরের শক্তিশালী কোনো দলের বিপক্ষে প্রাক-মৌসুমের এমন প্রস্তুতি ম্যাচ ঘরোয়া ফুটবলে বিরল। কিংস সেই উদাহরণই সৃষ্টি করতে যাচ্ছে। মালদ্বীপের শীর্ষ লিগসহ দুটি ঘরোয়া আসরে রেডিয়েন্টকে শিরোপা জেতানো কোচ অস্কার ব্রুজনই এই মৌসুমে দায়িত্ব নিয়েছেন কিংসের। পুরনো ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলিয়েই দলটি অবস্থান জানতে চাইছেন তিনি। কিংস সাধারণ সম্পাদক মিনহাজ জানিয়েছেন রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকান ফুটবলার ডেনিয়েল কলিনড্রেসের কিংসের হয়ে অভিষেক হতে যাচ্ছে এই ম্যাচে।

 

মন্তব্যসাতদিনের সেরা