kalerkantho

মঙ্গলবার। ২০ আগস্ট ২০১৯। ৫ ভাদ্র ১৪২৬। ১৮ জিলহজ ১৪৪০

সরফরাজের ভাবনাজুড়ে ভারত

১১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসরফরাজের ভাবনাজুড়ে ভারত

চ্যাম্পিয়নস ট্রফির চ্যাম্পিয়ন তারা। ফাইনালে দাঁড়াতেই দেয়নি ফেভারিট ভারতকে। এশিয়া কাপেও পাকিস্তানের গ্রুপে সেই ভারত। চ্যাম্পিয়নস ট্রফিতে জেতায় এবারও কি ভারতের বিপক্ষে এগিয়ে পাকিস্তান? অধিনায়ক সরফরাজ আহমেদ অতীত মনে রাখছেন না। এই ম্যাচটা একেবারে প্রথম থেকে শুরু হবে বলে সতীর্থদের সতর্ক করলেন তিনি, ‘ভারতের বিপক্ষে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচটি অতীত। ম্যাচটির প্রায় দেড় বছর হয়ে গেছে। সেই ম্যাচ জেতায় আমরা এগিয়ে বলে মনে করি না আমি। এবার ভারতের বিপক্ষে ফাইনাল খেলতে হলে মুখোমুখি হতে হবে তিনবার। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। সব পেশাদার দল অতীত ভুলে এগিয়ে যেতে চায়। আমরাও সেটা করব।’

পাকিস্তানের এশিয়া কাপ অভিযান শুরু হচ্ছে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। ছোট দল হংকংকে বড় ব্যবধানে হারানোর কথাই জানালেন সরফরাজ, ‘বিশেষ একটা মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার বিপক্ষে আমরা সেটা পেয়েছিলাম। এবার পেতে চাই হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে। মসৃণ জয়ে শুরু হলে সেটা পাব আমিরাতে।’ ক্রিকইনফো

 

মন্তব্য