kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

ফাহাদ শীর্ষে

৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে
ফাহাদ শীর্ষে

সিজেকেএস-ফোর এইচ গ্রুপ-ডায়মন্ড সিমেন্ট গ্র্যান্ড মাস্টার্স দাবায় শীর্ষে উঠে এসেছে সোনারগাঁও চেস ক্লাবের ফিদে মাস্টার ফাহাদ রহমান। সপ্তম রাউন্ডের খেলা শেষে তাঁর অর্জন সাড়ে ৫ পয়েন্ট। সমান সাড়ে ৫ পয়েন্ট নিয়ে ফাহাদের সঙ্গে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে আছেন আন্তর্জাতিক মাস্টার ধূলিপাল্লা বালা চন্দ্রা প্রসাদ। সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও ভারতের নীলেশ সাহা ৫ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে। সাড়ে ৪ পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে সাইফ স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার তৈয়বুর রহমান ও ভারতের গ্র্যান্ড মাস্টার আর এম ললিত বাবু। সপ্তম রাউন্ডের খেলায় বালা চন্দ্রা হারিয়েছেন নীলেশকে, ফাহাদ হারিয়েছে অনতকে, জিয়া হারিয়েছেন নিয়াজকে ও শেখ নাসির আহমেদ হারিয়েছেন ভারতের অনুষ্টুপ বিশ্বাসকে। রাকিব ড্র করেন ললিত বাবুর সঙ্গে। আজ বিকেল ৩টায় শুরু হবে অষ্টম রাউন্ডের খেলা। বিজ্ঞপ্তি

 

মন্তব্যসাতদিনের সেরা