kalerkantho

সোমবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৭। ৩০ নভেম্বর ২০২০। ১৪ রবিউস সানি ১৪৪২

অবিশ্বাস্য ফাহাদ

৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : ভারতীয় গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়াকে হারানোর চমক কাটতে না কাটতেই কাল গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিবকে হারিয়ে দিয়েছে ফাহাদ রহমান। ১৫ বছর বয়সী এই দাবাড়ু সিজেকেএস গ্র্যান্ড মাস্টাস দাবায় রীতিমতো আলোড়ন তুলেছে। কাল দুটি ম্যাচ ছিল তার। বাংলাদেশের চতুর্থ গ্র্যান্ড মাস্টার রাকিবকে হারানোর আগে উপমহাদেশেরই প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদের মুখোমুখি হতে হয়েছে তাকে। সেই ম্যাচে নিয়াজও তাকে হারাতে পারেননি। এই মুহূর্তে এমনই অবিশ্বাস্য পারফরম্যান্স তার। গত জাতীয় দাবায় সেরা পাঁচে থেকে নিয়াজ, রাকিব, রাজিবদের সঙ্গে আগামী অলিম্পিয়াডেও দেশকে প্রতিনিধিত্ব করার টিকিট এখন তার হাতে। ব্যক্তিগতভাবে এই মুহূর্তে অবশ্য জিএম নর্ম করাই তার একমাত্র লক্ষ্য। চাইকি চট্টগ্রাম থেকেও আসতে পারে সেই সুসংবাদ। ছয় খেলায় সাড়ে ৪ পয়েন্ট নিয়ে সেই পথেই আছে ফাহাদ। আসরে তার ওপরে এখন শুধু ৫ পয়েন্ট নেওয়া ভারতের নীলাশ সাহা।

মন্তব্যসাতদিনের সেরা