kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

টপ অব দ্য ডে

৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটপ অব দ্য ডে

শিরোপা ধরে রাখার মিশনে ফ্লাশিং মিডোয় সেমিফাইনালে পৌঁছে গেছেন রাফায়েল নাদাল। প্রায় পাঁচ ঘণ্টার ম্যারাথন লড়াইয়ে ডমিনিক থিয়েমের বিপক্ষে পাঁচ সেটের থ্রিলার জিতেছেন ৩-২ সেটে। ২০১৮ সালে নাদালকে হারানো তিন খেলোয়াড়ের একজন থিয়েম। ফ্লাশিং মিডোতেও প্রথম সেট ৬-০ গেমে জিতে পরে ২-২ এ সমতাও ফিরিয়েছিলেন এই অস্ট্রিয়ান। কিন্তু মহাকাব্যিক লড়াইয়ে শেষ হাসিটা হেসেছেন স্প্যানিয়ার্ড তারকাই।

মন্তব্যসাতদিনের সেরা