এই বেলজিয়াম স্পেশাল একটি দল। আর অবশ্যই আমরা বিশ্বকাপ জিততে মরিয়া। আমাদের সে বিশ্বাসও আছে। কিন্তু বিশ্বকাপ তো জেতে একটি দলই!
বেলজিয়াম মিডফিল্ডার
কেভিন ডি ব্রুইন
আমি ভালো আছি। পায়ে হালকা আঘাত পেয়েছিলাম, মারাত্মক কোনো কিছু নয়। এটা এখন আর বিপজ্জনক নয়।
ফ্রান্স ফরোয়ার্ড
কিলিয়ান এমবাপ্পে
আমি কোনো চাপই অনুভব করছি না। নিজের কাজ করে যাওয়াটাই উপভোগ করি সব সময়।
সেনেগাল উইঙ্গার
সাদিও মানে
ও এককথায় বিশ্বমানের। গোলটা খুব ভালো চেনে। শাহলাইয়ের কাছে বলের জোগান দিতে পারলে কিছু একটা ঘটার আশা করতেই পারেন আপনি।
সৌদি আরব কোচ
হুয়ান আন্তোয়ান পিজ্জি
এই বিশ্বকাপে আমার অন্যতম লক্ষ্য ১৬ গোলের রেকর্ড ভাঙা। ১০ গোল করে ফেলেছি। খুব বেশি দূরে নেই আমি।
জার্মান ফরোয়ার্ড
টমাস ম্যুলার
জানি, লোকে আমাকে বিচার করে সেই ঘটনা দিয়েই। কিন্তু আমি স্মরণীয় হতে চাই অন্য কারণে। এই বিশ্বকাপটা কি আমার হবে? আমি আশা করছি হবে।
উরুগুয়ে স্ট্রাইকার
লুই সুয়ারেস
মন্তব্য