kalerkantho


ফ্লপ অব দ্য ডে

১৭ মে, ২০১৮ ০০:০০ফ্লপ অব দ্য ডে

মাদ্রিদে দুর্দান্ত খেলে পৌঁছে গিয়েছিলেন ফাইনালে। যে স্বপ্নযাত্রায় শেষ আটে রাফায়েল নাদালের বিদায়ঘণ্টাও বাজিয়ে দেন ডমিনিক থিয়েম। এক সপ্তাহ না পেরোতেই রোম মাস্টার্সে মুদ্রার উল্টো পিঠটাও দেখলেন এই অস্ট্রিয়ান। ইতালিয়ান ফাবিও ফগনিনির বিপক্ষে ২-১ সেটে হেরে ইতালিয়ান ওপেনে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন থিয়েম। তৃতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে ফগনিনির কাছে তিনি হেরেছেন ৪-৬, ৬-১, ৩-৬ গেমে।মন্তব্য