kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

ফ্লপ অব দ্য ডে

১৬ মে, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফ্লপ অব দ্য ডে

২০১০ সালের ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন ফ্রান্সেসকো শিয়াভোনে। র‌্যাংকিংয়েও একটা সময় পৌঁছান ৪ নম্বরে। সেই তিনি এখন নিজের ছায়া। ইতালিয়ান ওপেনের প্রথম রাউন্ডেই দমিনিকা চিবুলকুভার কাছে হেরেছেন ১-৬, ৭-৬, ২-৬ গেমে। দ্বিতীয় সেট টাইব্রেকারে জিতে আশা জাগিয়েছিলেন কিছুটা। কিন্তু তৃতীয় সেটে বিধ্বস্তই হয়েছেন ২-৬ গেমে হেরে। ইতালিয়ান ওপেনের এমন ব্যর্থতা প্রভাব ফেলবে র‌্যাংকিংয়েও।

 

 

মন্তব্যসাতদিনের সেরা