kalerkantho

বৃহস্পতিবার । ৯ আশ্বিন ১৪২৭ । ২৪ সেপ্টেম্বর ২০২০। ৬ সফর ১৪৪২

twitter বচন

১৩ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেtwitter বচন

সাত পাকে বাঁধা পড়েছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। এই জুটিকে অভিনন্দনে সিক্ত করেছেন ক্রিকেট তারকারা।

 

অভিনন্দন আর শুভেচ্ছা জানাই বিয়ের বাঁধনে বাঁধা পড়া বিরাট ও আনুশকাকে। দারুণ লাগছে দুজনকে।

শচীন টেন্ডুলকার

 

অনেক শুভেচ্ছা। আল্লাহ তোমাদের মঙ্গল করুন ও সুখে রাখুন।

শহীদ আফ্রিদি

 

জীবনের নতুন ইনিংসের জন্য অনেক শুভেচ্ছা রইল তোমাদের।

শোয়েব আখতার

 

সৃষ্টিকর্তা সব সময় তোমাদের সুখে রাখুন। দীর্ঘজীবী হোক এই সুন্দর জুটি।

হরভজন সিং

মন্তব্যসাতদিনের সেরা