kalerkantho

বৃহস্পতিবার । ৯ আশ্বিন ১৪২৭ । ২৪ সেপ্টেম্বর ২০২০। ৬ সফর ১৪৪২

২০২৩ বিশ্বকাপ শুধু ভারতে

১৩ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে২০১১ সালের আগে ১৯৯৬ আর ১৯৮৭-তেও দুইবার বিশ্বকাপ আয়োজন করেছে ভারত। তবে কখনোই এককভাবে না। শ্রীলঙ্কা, পাকিস্তান বা বাংলাদেশের সঙ্গে ছিল যৌথ আয়োজন। ২০২৩-এ প্রথমবারের মতো শুধু ভারতেই বসছে এক দিনের ক্রিকেটের এই বিশ্ব আসর। আগামী বছর ইংল্যান্ডে হওয়া বিশ্বকাপের পরের আসরটিই যে ভারত আয়োজন করতে পারবে, তা চূড়ান্ত ছিল আগেই। পরশু বিসিসিআইয়ের বিশেষ সভায় ভারতও চূড়ান্ত করল তারা টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছে আর তা এককভাবে। এর আগে ২০২১ চ্যাম্পিয়নস ট্রফিও হবে ভারতে, সেটিও এখন চূড়ান্ত। পিটিআই

মন্তব্যসাতদিনের সেরা