kalerkantho

মঙ্গলবার । ১১ মাঘ ১৪২৮। ২৫ জানুয়ারি ২০২২। ২১ জমাদিউস সানি ১৪৪৩

বিনা মূল্যে বাংলালিংকে উইকিপিডিয়া ব্রাউজিং

বাণিজ্য ডেস্ক   

২৮ অক্টোবর, ২০১৩ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিনা মূল্যে বাংলালিংকে উইকিপিডিয়া ব্রাউজিং

উইকিপিডিয়া জিরো চালু করেছে বাংলালিংক। উইকিপিডিয়া জিরো উইকিমিডিয়া ফাউন্ডেশনের উদ্যোগ এই সেবাটি বাংলালিংকের যেকোনো প্রিপেইড অথবা পোস্টপেইড গ্রাহক বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন। উইকিপিডিয়া জিরোর উদ্দেশ্য হচ্ছে 'বিনা মূল্যে জ্ঞান প্রদান' যা বর্তমানে উন্নয়নশীল দেশে ডাটা ব্যবহারের ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বাংলালিংকের যেকোনো গ্রাহক উইকিপিডিয়া ব্রাউজিং, উইকিপিডিয়া প্রকল্পের জন্য সংশ্লিষ্ট আন্তর্জাতিক সাম্প্রদায়িক সাইটে মাল্টিমিডিয়ার বিভিন্ন বিষয়বস্তু আপলোড, উইকিপিডিয়া প্রকল্পের জন্য ছবি দান এবং আরো অনেক কিছু করতে পারবেন উইকিপিডিয়া ডোমেইন ও অ্যাপ্লিকেশনস ব্যবহারে।

বিজ্ঞাপন

উইকিপিডিয়ার ওয়েবসাইটের ঠিকানা : যঃঃঢ়://স.রিশরঢ়বফরধ.ড়ৎম বাংলালিংকের মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলম এ প্রসঙ্গে বলেন, তথ্যপ্রযুক্তি এবং সর্বসাধারণের মাঝে বিদ্যমান শূন্যতা পূরণে বাংলাদেশে প্রথম মোবাইল অপারেটর হিসেবে বাংলালিংক এই উদ্ভাবনী সেবা পেঁৗছে দিতে পেরে গর্বিত। উইকিপিডিয়া জিরো জনসাধারণের কাছে খুব সহজে এবং বিনা মূল্যে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে একটি বৈপ্লবিক সূচনা।


সাতদিনের সেরা