kalerkantho

শুক্রবার । ১২ আগস্ট ২০২২ । ২৮ শ্রাবণ ১৪২৯ । ১৩ মহররম ১৪৪৪

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আইসিএসবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

   

১৩ জানুয়ারি, ২০১১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাণিজ্যমন্ত্রীর সঙ্গে আইসিএসবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদল।

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) এক প্রতিনিধি দল গত সোমবার দুপুরে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সঙ্গে সাক্ষাৎ করেন। ছয় সদস্যবিশিষ্ট এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মোহাম্মদ সানাউল্লাহ্ এফ সি এস। এ সময় চার্টার্ড সেক্রেটারিজ পেশার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। মন্ত্রী প্রতিনিধি দলকে কম্পানি ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা প্রতিষ্ঠায় ইনস্টিটিউটের ভূমিকার কথা তুলে ধরেন। বাণিজ্যমন্ত্রী এ পেশার মানোন্নয়নে তাঁর সর্বাত্মক সহায়তার কথা উল্লেখ করেন। কম্পানি আইন ১৯৯৪-এর পরিবর্তন ও উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার জন্যও তিনি প্রতিনিধি দলকে আহ্বান জানান। চার্টার্ড সেক্রেটারিজ ইনস্টিটিউটের প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ্ এফ সি এস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শহীদ ফারুকী এফ সি এস, ভাইস প্রেসিডেন্ট নাসিমুল হাই এফ সি এস, ট্রেজারার মনিরুল আলম এফ সি এস এবং সেক্রেটারি ড. দেল্ওয়ার হোসেন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

বিজ্ঞাপনসাতদিনের সেরা