kalerkantho

শুক্রবার । ১২ আগস্ট ২০২২ । ২৮ শ্রাবণ ১৪২৯ । ১৩ মহররম ১৪৪৪

গাড়ি বিক্রিতে রেকর্ড করল ফিলিপাইন

বাণিজ্য ডেস্ক   

১৩ জানুয়ারি, ২০১১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে২০১০ সালে গাড়ি বিক্রিতে নতুন রেকর্ড হয়েছে ফিলিপাইনে। দেশটির গাড়ি উৎপাদক প্রতিষ্ঠানগুলোর সংস্থা চেম্বার অব অটোমেটিভ ম্যানুফাকচারার্স অব দ্য ফিলিপাইন সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানায়। সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, ১৯৯৬ সালের পর গত বছরই ফিলিপাইনে সর্বোচ্চসংখ্যক গাড়ি বিক্রি হয়েছে। গত বছর ফিলিপাইনে মোট এক লাখ ৬৮ হাজার ৭৯০টি গাড়ি বিক্রি হয়েছে, যা ২০০৯ সালে দেশটিতে বিক্রি হওয়া গাড়ির সংখ্যার চেয়ে ২৭ দশমিক ২ শতাংশ বেশি। সংস্থাটি আরো জানায়, গত বছরের মে মাসে দেশটির নির্বাচন এবং ২০০৯ সালে বন্যার কারণে প্রচুর গাড়ি নষ্ট হয়ে যাওয়াই ফিলিপাইনে গাড়ি বিক্রির ক্ষেত্রে নতুন রেকর্ডের মূল কারণ। এএফপি।

বিজ্ঞাপনসাতদিনের সেরা