ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) সেক্রেটারি জেনারেল ইফথিমিওস ই মিথরোপলস গতকাল বুধবার তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন। আজ বৃহস্পতিবার তাঁর চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমি এবং জাহাজ নির্মাণ শিল্প ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ড পরিদর্শন করার কথা রয়েছে।
জাতিসংঘ সাংগঠনিক কাঠামোর আওতায় নৌ-বাণিজ্যবিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা আইএমও। স্বাধীন বাংলাদেশে আইএমওর সেক্রেটারি জেনারেলের এটাই প্রথম সফর।
এ প্রসঙ্গে বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ডেন্ট মেরিন ইঞ্জিনিয়ার সাজিদ হোসেন কালের কণ্ঠকে বলেন, 'কিছু দিনের মধ্যেই বাংলাদেশ মেরিন একাডেমি পূর্ণাঙ্গ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে উন্নীত হবে। এর জন্য আইএমওর স্বীকৃতি প্রয়োজন। এ ছাড়া আইএমওর সেক্রেটারি জেনারেল মেরিন একাডেমির প্রশিক্ষণের মান পর্যবেক্ষণ করবেন।' তাঁর সফরের মাধ্যমে মেরিন একাডেমি থেকে পাস করা ক্যাডেটদের ইউরোপসহ বিদেশি বিভিন্ন শিপিং কম্পানিতে চাকরি নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।