আন্তর্জাতিক বাজার ধরে রাখতে পণ্যের পরিমাণের পাশাপাশি গুণগত মান বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। তিনি বলেছেন, 'আগে আমরা পণ্যের পরিমাণের ওপর গুরুত্ব দিতাম, এখন মানের ওপর গুরুত্ব দিতে হবে, যাতে আন্তর্জাতিক বাজার ধরে রাখতে পারি। গুণগত মান ছাড়া পণ্যের আন্তর্জাতিক বাজার ধরে রাখা সম্ভব নয়।'
গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) আয়োজিত জাতীয় কেমিক্যাল মেট্রোলজির কৌশলপত্রের উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, 'জীবনকে সহজ করতে ও বিশ্বকে চ্যালেঞ্জ জানাতে প্রতিটি পণ্যের গুণগত মান নিশ্চিত করতে হবে।' অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কেলিব্রেশন সার্ভিস ল্যাবরেটরির প্রকল্প পরিচালক ড. মালা খান।
তিনি বলেন, 'দেশে রাসায়নিক পরীক্ষা-নিরীক্ষা ও মাপজোকের লক্ষ্যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা রক্ষা করা অপরিহার্য।
এ কৌশলপত্রটি জাতীয় প্রযুক্তি অবকাঠামো উন্নয়নের মাধ্যমে শিল্প ও বাণিজ্য উদ্ভাবন ও গবেষণা কর্মকে সহায়তা করবে।'
বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম ইমামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংস্থাটির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এম মশিহুজ্জামান, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের মহাপরিচালক মো. আবু আবদুল্লাহ, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার বসাক।
বিজ্ঞাপন