সাবেক গভর্নর এ কে এন আহমেদকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক টেনিং একাডেমি মিলনায়নে এ সংবর্ধনা দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর মুরশিদ কুলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গভর্নর ড. আতিউর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এ কে এন আহমেদ বলেন, 'জীবনে অনেক কিছুই করতে পারিনি। তবে চেষ্টা করেছি ভালো কিছু করতে। জীবনের শেষ বেলায় এসেও যে সম্মান পেলাম, তা আমার জীবনে পাথেয় হয়ে থাকবে।' এ ছাড়া পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ব্যাংকিং খাতকে এগিয়ে নেওয়ার জন্য বর্তমান ব্যাংকারদের প্রতি আহ্বান জানান তিনি। প্রধান অতিথির বক্তৃতায় গভর্নর ড. আতিউর রহমান বলেন, 'দেশীয় ও বৈশ্বিক অঙ্গনের কেন্দ্রীয় ব্যাংকিং জগতের এক কিংবদন্তি এ কে এন আহমেদ। স্বাধীনতা-উত্তর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের আর্থিক খাতের উন্নয়নে যে অবদান তিনি রেখেছেন, তাতে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি।' এ কে এন আহমেদ ছিলেন বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় গভর্নর। তিনি ১৯২৭ সালের ২ ফেব্রুয়ারি ব্রাক্ষণবাড়িয়া জেলার রসুল্লাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি লাভ করে ১৯৪৯ সালে স্টেট ব্যাংক অব পাকিস্তানে যোগদানের মাধ্যমে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। ১৯৭৪ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ব্যাংকে সরাসরি কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়াসহ ব্যাংকিং খাতের পুনর্গঠন ও বিনির্মাণে বেশ কিছু সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ নেন।
বিজ্ঞাপন