kalerkantho

শুক্রবার । ১২ অগ্রহায়ণ ১৪২৭। ২৭ নভেম্বর ২০২০। ১১ রবিউস সানি ১৪৪২

মেটলাইফ বাংলাদেশের জিএম হাম্মাদুল করীম

বিশ্বমানের আর্থিক সুরক্ষা প্রদানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ

বাণিজ্য ডেস্ক   

২২ নভেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিশ্বমানের আর্থিক সুরক্ষা প্রদানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ

দেশের জীবন বীমা খাতে সম্মানজনক সুপারব্র্যান্ড স্বীকৃতি অর্জন করেছে মেটলাইফ বাংলাদেশ। নানা খাতের সেরা ও শক্তিশালী ব্র্যান্ডগুলো নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ অর্জন করে এই সুপারব্র্যান্ড মর্যাদা। বৈশ্বিক এই স্বীকৃতি যেকোনো ব্র্যান্ডের জন্য বিশেষ সম্মানের প্রতীক। প্রতিটি বিভাগের সেরা ব্র্যান্ডগুলোকে এই স্বীকৃতি প্রদান করা হয়। বিচারকদের স্বাধীন প্যানেল এ ক্ষেত্রে বিজয়ী নির্বাচন করে।

৬৫ বছরেরও দীর্ঘ সমৃদ্ধ ইতিহাস, শক্তিশালী এজেন্সি নেটওয়ার্কের মাধ্যমে সুবিস্তৃত উপস্থিতি, বিশ্বমানের পণ্য ও গ্রাহক সেবাদান এবং বীমাশিল্পে নেতৃস্থানীয় উদ্ভাবনের মাধ্যমে মেটলাইফ বাংলাদেশ অর্জন করেছে এই সুপারব্র্যান্ড স্বীকৃতি।

এই স্বীকৃতির ব্যাপারে মেটলাইফ বাংলাদেশের জেনারেল ম্যানেজার সৈয়দ হাম্মাদুল করীম বলেন, ‘এই স্বীকৃতি অর্জন করতে পেরে আমরা আনন্দিত।’

মন্তব্যসাতদিনের সেরা