kalerkantho

মঙ্গলবার । ২৯ নভেম্বর ২০২২ । ১৪ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

অস্থির হও প্রিয়

মুশাররাত জেবিন

৩০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅস্থির হও প্রিয়

অস্তিত্ব বিলীন হওয়ার মতো

অনুভব করো আমায়

এক নিমেষে জীবনের ফানুস স্বপ্নে ভরিয়ে দাও

উড়িয়ে দাও মেঘের ওপারে কিংবা

দাঁড় করিয়ে দাও ছাদে

যেন তোমার দিকে তাকিয়ে বলি চাঁদ হাসছে আজ

কৃষ্ণপক্ষের রাতে—।

 

অধৈর্য হও প্রিয়

তোমার হাত ধরে পার করে নিয়ে যাও

ওই সন্ধ্যা নদী, সুবর্ণ ইশারায় দৌড়ে পেরিয়ে

যাই প্রতিবন্ধকতার মাঠ

উন্মুক্ত প্রশ্বাসে বুঁদ হয়ে নিই বেঁচে থাকার স্বাদ

উন্মত্ত হও, অধৈর্য হও, অস্থির হও

শুধু আমার জন্য

কারণ তুমিই আমার আজন্ম প্রেম

রন্ধ্রে রন্ধ্রে বেঁচে থাকার সাধ।

বিজ্ঞাপনসাতদিনের সেরা