kalerkantho

রবিবার । ২ অক্টোবর ২০২২ । ১৭ আশ্বিন ১৪২৯ ।  ৫ রবিউল আউয়াল ১৪৪৪

স্বপ্ন এনিমেশন

মাহফুজা অনন্যা

২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅন্যের পায়ের ছাপ মুছতে বুনছ রাবারগাছ

বুনসেন শিখা নিষ্পেষ হচ্ছ তুমি, মুছে যাচ্ছে তোমার সিল

স্ট্যাম্পে মুছে দিচ্ছ আইল, মোছে কি আকাশের সীমানা?

উপড়ে দিচ্ছ বাড়ির গেটে লাগানো কাগজফুলের গাছ

অ্যান্টিক্লক, কালারফুল ওয়ালেট, বসার ঘরে স্বপ্ন এনিমেশন, ওয়াও!

বেরহম অহং হাতের নদীতে, ভাসছে লিভিংরুম

ডুবছে বারান্দা

পাথরকুচির টবে অহংপাতা অসম্ভব নুনিয়ায় মুখচাড়া দিয়ে উঠছে ছাদবাগান!

শাড়ি নয় সারি সারি বুড়ি দাগ শরীরে

একটু একটু করে বুড়িয়ে যাচ্ছে সাদাপায়ের লক্ষ্মী

তোমার-আমার ঠাকুমা ঝুলি খুঁজতে গিয়ে চিরদিন রূপকথা ভুলেছে!

 

বিজ্ঞাপনসাতদিনের সেরা