kalerkantho

বৃহস্পতিবার । ২৫ সেপ্টেম্বর ২০২২ । ১৪ আশ্বিন ১৪২৯ ।  ২ রবিউল আউয়াল ১৪৪৪

সব পথ ভুল ছিল

ফারহানা রহমান

১২ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযদি বহুদূর হেঁটে এসে দেখি সব পথ ভুল ছিল

দীর্ঘ অপেক্ষার পর মনে হয় শরীরে জমেছে উইমাটি

যেখানে রেখেছি তোমার আশ্রয়

যদি আবারও দেখা হয়ে যায় এই অন্তহীন হতাশায় 

নতমুখী হয়ে থাকে শোকাতুর চোখ

সন্ধ্যার আগুনরঙে নিখোঁজ হওয়া পাতার আড়ালে

যদি এইভাবে আত্মদহনের পরে খুঁজে পাও আমাকে

নতুন কুয়াশার শূন্যতার মাঝে

নিঃসঙ্গ বৃষ্টির মতো একা আমি

থেমে থাকা ভোররাতে

তবু মিথ্যা করে হলেও চিনে নিয়ো

প্রথম মৃত্যুর মতো আলিঙ্গন করো অভিমানে প্রিয়

বিজ্ঞাপনসাতদিনের সেরা