মাঝরাতে ঘুম ভেঙে গেলে
দুঃখরা বেছে নেয় ধবল প্রহর
নক্ষত্রহীন অন্ধকার পথে
শব্দহীন উড়ে যায় পাখি
নাম ধরে ডাক দেয় বিনীত কোমল
নাভিমূলে নিরন্তর মায়াবী আগুন
দৃশ্য থেকে আরেক দৃশ্যে নিয়ত এমন
বিসর্জনের জলে ভাসে রাত্রি দুপুর
ভাঙনের সুর ভাঙে জোছনার স্বর।
বিজ্ঞাপন