kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

দূর অত

আলফ্রেড খোকন

২৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদূর খুব বেশি দূর নয়

যতটা দূর থেকে ভেসে আসে

তোমার গায়ের গন্ধ

সকালবেলার গায়কি

 

নিকটেরা থাকে পরাধীন

যেমন তোমার কাছে,

যেমন তোমাদের কাছে

আজও আমি আগামীর অধীন

 

যত তুমি বলো এটা আধুনিক

আমি যত শুনি পুরনো দিন

যত আমি কাছাকাছি যাই—

দেয়ালের ওপাশটাই ঠিক

 

মনে হয় আজও লিখি যা পুরনো

তোমার নিমিত্তে কোনো গান

তোমায় উৎসর্গ কোনো কবিতা

নাম মনে আসে যেকোনো;

 

যেকোনো ডাকে আর যাই না

দূরত্ব, তোমাকে কাছে পাই না।

বিজ্ঞাপনসাতদিনের সেরা