kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

মোক্ষধামে চল দোঁহে যাই

হাসান হাফিজ

২৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাঙের ঘাটে নৌকা বান্ধা

                          মাঝির হদিস নাই

ওই পারেতে ভুবনতীর্থে ক্যামনে তবে যাই?

আকাশ কালো ঘনাইছে মেঘ

উথাল-পাথাল ঝড়ের নাচন হয়তো সহসাই

দুঃসময়ে কোন উছিলায় মাঝির দেখা পাই?

                      ও মাঝি তুই দেখা দে রে

                      কান্দি আকুল কণ্ঠ ছেড়ে...

যাব ওপার সাধুর কাছে আপনজনের ঠাঁই

গাঙ বেতালা রাক্ষুসে হাঁ কোথায় মাঝি ভাই?

পার হব রে তৃষায় ডুবে প্রাণ করে আইঢাই

হঠাৎ মাঝি উধাও কেন শাস্তি বিধান চাই

তাপ অনুতাপ উছলে পড়ে তিক্ত সে আশনাই

              ও মাঝি তুই নিকটে আয়

              কালসন্ধ্যার এই বিরানায়

চল দুজনায়, মোক্ষধামে পথ চেয়ে রন সাঁই

বিজ্ঞাপনসাতদিনের সেরা