kalerkantho

বৃহস্পতিবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৮। ২ ডিসেম্বর ২০২১। ২৬ রবিউস সানি ১৪৪৩

তীরবিদ্ধ শিরদাঁড়া

মারুফ রায়হান

২৬ নভেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশবাসন ভালো যদি ছাদ হয় কাচের ঢালাই

একটি নক্ষত্র নয়, মেলে তবে সমস্ত ডালাই

 

তুমি যে গ্রহের অংশ ছায়াপথে ভ্রাম্যমাণ বিন্দু

তোমাকে রেখেছে কেন্দ্রে চন্দ্র সূর্য গ্রহ-তারা বন্ধু

 

থাকো ধ্যানে এমনটা ভেবে নিয়ে অপার বিস্ময়ে

অসীম নৈঃশব্দ্য, মৃত্যুকষ্ট যথাযথ যাবে সয়ে

 

মহাশক্তিধর হে মহামানব তুমি সামান্যই

শোনো হৃদয়ের ধ্বনি : কে আমি কে, আমি কেউ নই।

 

২.

যুগল অস্থির রাতেরা অস্থির তারারা তিরতির

আষাঢ় আসন্ন বাতাস সুরময় কোথাও জলজট

সময় অসময় বিছানা বিষময় উদাস মনোপট

জখমি দুটি হাড়ে বেহালা-ক্রন্দনে বিদ্ধ রাত্তির 

 

বিদ্ধ শিরদাঁড়া সহসা অপারগ সহসা কুপোকাত

সুঠাম দেহধারী সটান শয্যায় স্বস্তি উত্খাত

রাতেরা ভালো জানে রতি ও বিরতির সূক্ষ্ম ব্যবধান

স্থবির-সাময়িক জানে না নিসর্গে পরম সন্ধান।

 

৩.

আগ্রাসী শয্যার দীর্ঘ আলিঙ্গন শেষে চাঁদে শুচ্ছি

আবার নতুন করে মহাবিশ্বে হাঁটতে শিখছিসাতদিনের সেরা